16/09/2024
নিট শিল্পখাতে শ্রম শৃঙ্খলা বজায় রাখতে এক সাথে কাজ করার অঙ্গীকার করেছেন মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিকেএমইএ প্রধান কার্যালয়ে এক মত বিনিময় সভায় এ অঙ্গীকার করেন তারা।
নারায়ণগঞ্জ অঞ্চলে শ্রম শৃঙ্খলা বজার রাখতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) এক মত বিনিময় সভার আয়োজন করে নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহা পরিচালক তরিকুল আলম, শিল্প পুলিশের উপ মহা পরিদর্শক সিবগাত উল্লাহ, শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত উপ মহা পরিদর্শক আসাদুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলার কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল আতিক ও বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
সভায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আশুলিয়া অঞ্চলে যে শ্রম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে তা তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। নারায়ণগঞ্জের কারখানাগুলোতেও যদি তা ছড়িয়ে পড়ে তবে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। এ কারণের শ্রমিক, মালিক ও সরকার এবং দল মত নির্বিশেষে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিল্প পুলিশ, সেনা বাহিনী, জেলা প্রশাসক এ ক্ষেত্রে ক্রমাগত যে সযোগিতা করে গেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ তৈরি পোশাক খাতে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে যেতে হলে প্রতিযোগী দেশগুলোর থেকে সক্ষমতায় এগিয়ে থাকতে বলে উল্লেখ করেন শ্রম সচিব। এজন্য এ খাতের সব স্টেকহোল্ডারদের এক সাথে অঙ্গীভূত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সভায় বিভিন্ন কারখানা মালিক, শ্রমিক প্রতিনিধি ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের সমস্যা তুলে ধরেন পাশাপাশি সঙ্কট নিরসনে মতামত দেন।
BKMEA ® is a registered Trademark of BKMEA Copyright © 2024 bkmea.com.