আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সঙ্কট নিরসনে এক মত বিনিময় সভায় বিকেএমইএ সভাপতি

আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সঙ্কট নিরসনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিজিএমইএ’র নুরুল কাদির অডিটরিয়ামে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) উত্তরার বিজিএমইএ ভবনে মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান, বিকেএমইএ’সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম ও সাবেক তিন সভাপতি, সিনহা ও ওপেক্স গ্রুপের চেয়ারম্যান আনিছুর রহমান সিনহা ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
সভায় বিকেএমইএ সভাপতি আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে চলমান অস্থিরতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন। একই সাথে নিটওয়্যার খাতসহ দেশের সর্ববৃহৎ এই রপ্তানি খাত যেনো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার, খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, কারখানা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।